ঢাকা | রবিবার
২৭শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লকে ১৮ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৮ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। সেসময় কোম্পানিগুলোর মোট ৪৮ লাখ ৭০ হাজার ৩০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৮ কোটি ৩৮ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ব্লক মার্কেটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৪ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক। আজ এনসিসি ৩ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে এসকে ট্রিমস। কোম্পানিটি আজ ১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, গ্রামীণফোন, কেপিসিএল, এম.এল ডাইং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, সমতা লেদার কমপ্লেক্স, সী পার্ল বীচ ও সামিট পাওয়ার লিমিটেড।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন