সপ্তাহের শেষ কর্মদিবসে মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে ডিএসইতে। আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই অবস্থায় লেনদেন শেষ হয়েছে।
বৃহস্পতিবার ডিএসই প্রধান মূল্য সূচক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮৭২ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৬৭০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়েছে।
ডিএসইতে আজ শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে ৫৪৮ কোটি ৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ১০২ কোটি ৬৪ লাখ টাকা কম। গতকাল লেনদেন হয়েছিল ৬৫০ কোটি ৭১ লাখ টাকার।
আজ (১৫ অক্টোবর) বৃহস্পতিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৯ পয়েন্টে। টাকার অংকে সিএসইতে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস

