ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত হলেন স্পর্শিয়া

করোনায় আক্রান্ত হয়েছেন নাটক এবং সিনেমার পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। সম্প্রতি অনন্য মামুনের পরিচালনায় নতুন সিনেমা ‘নবাব এলএলবি’র শুটিং শেষ করেছেন তিনি। স্পর্শিয়ার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অনন্য মামুন।

অনন্য মামুন বলেন, খবরটা শুনে খুব খারাপ লাগছে। করোনায় আক্রান্ত হয়েছেন স্পর্শিয়া। তার শারীরিক অবস্থা অনুকূলেই রয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায়ই চিকিৎসা নিচ্ছেন তিনি।

এ বিষয়ে স্পর্শিয়া বলেন, আমি গত সপ্তাহেই করোনায় আক্রান্ত হওয়ার রিপোর্ট পেয়েছি। আমার অ্যাজমা-ঠান্ডার বাতিক আছে। এজন্য একটু ভয়ে ছিলাম। আল্লাহর রহমতে এখন অনেকটা ভালো আছি।

নাটকের নিয়মিত অভিনেত্রী স্পর্শিয়া বর্তমানে ব্যস্ত হয়ে উঠেছেন সিনেমায়। গত বছর তার অভিনীত ‘কাঠবিড়ালী’ ছবিটি দর্শকের ব্যাপক প্রশংসা পেয়েছিল। চলতি বছর শাকিব খানের বিপরীতে ‘নবাব এলএলবি’ সিনেমায় দেখা যাবে তাকে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন