সেপ্টেম্বরে বেড়েছে চীনের তামা আমদানি। আগস্টের তুলনায় সেপ্টেম্বরে পণ্যটির আমদানি বেড়েছে বলে জানিয়েছে দেশটির শুল্ক বিভাগ। করোনা মহামারী কমে আসায় কারখানাগুলো চালু হওয়ায় নরম এ ধাতুর চাহিদা দিন দিন বাড়ছে।
চীনের শুল্ক বিভাগ জানিয়েছে, গত মাস সেপ্টেম্বরে ৭ লাখ ২২ হাজার ৪৫০ টন কাঁচা তামা ও তামার পণ্য আমদানি করেছে চীন। যা দেশটির মাসিক আমদানির রেকর্ডের কাছাকাছি। গত জুলাইয়ে আমদানি হয়েছির ৭ লাখ ৬২ হাজার ২১০ টন তামা।
সেপ্টেম্বরে আগস্ট মাসের চেয়ে ৮ দশমিক ১ শতাংশ বেশি তামা আমদানি করেছে চীন। গত ২০১৯ সালের একই সময়ে অর্থাৎ সেপ্টেম্বরে দেশটি তামা আমদানি করেছিল ৪ লাখ ৪৫ হাজার টন। এবছরের তুলনায় যা অনেক কম।
শুল্ক বিভাগ আরও জানায়, ২০২০ সালের প্রথম নয় মাসে আমদানি আগের বছরের তুলনায় ৪১ শতাংশ কমেছে। এ নয় মাসে মোট ৪৯ লাখ ৯০ হাজার টন তামা আমদানি করে চীন। সেপ্টেম্বরে ২১ লাখ ৪০ হাজার টন জমাটকৃত কিংবা আংশিকভাবে প্রক্রিয়াজাতকৃত তামা চীনে এসেছে, যা ১০ মাসের মধ্যে সর্বোচ্চ। এটা ২০২০ সালের আগস্ট ও ২০১৯ সালের সেপ্টেম্বরের চেয়ে এক-তৃতীয়াংশ বেশি।
করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রথম শুরু হয়েছিল চীনে। তবে এই ধাক্কা সবার আগে সামলে উঠেছিল তারাই। আস্তে আস্তে কলকারখানা খুলতে শুরু করলে তামাসহ বিপুল পরিমাণ ধাতব পণ্যের প্রয়োজন পড়ে দেশটির। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তামা। জুন ও জুলাইয়ে তামা আমদানিতে টানা রেকর্ড গড়ার পর সেপ্টেম্বরেও আমদানি ছাড়িয়ে যায় সাত লাখ টন।
আনন্দবাজার/ডব্লিউ এস