ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনাভাইরাস : রাশিয়ার দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন

মহামারি নভেল করোনাভাইরাসের প্রথম টিকার অনুমোদনের পর এবার করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দিয়েছে রাশিয়া। এই ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

দেশটির ছাড়পত্র দেওয়া দ্বিতীয় টিকার নাম হলো ‘এপিভ্যাককরোনা’। ক্যারিয়ার প্রোটিনের সঙ্গে এই টিকাটি সংশ্লেষিত। যা একটি অ্যালুমিনিয়াম যুক্ত অ্যাডজুভেন্টের ওপর সংশ্লেষিত সার্স সিওভি-২ প্রোটিনকে রাসায়নিকভাবে সংশ্লেষিত করে।

এপিভ্যাককরোনা নামক টিকাটির বিস্তারিত ক্লিনিক্যাল ট্রায়ালে দেওয়া হয়েছে। রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভার দাবি, এই টিকার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। বর্তমানে ট্রায়াল জারি রয়েছে টিকাটির।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাতয়ানা গোলিকোভা নিজে টিকাটি নিয়েছেন। অভিজ্ঞতা ভাগ করার পর তিনি জানান, এই টিকাটি ক্লিনিক্যাল ট্রায়ালে ৪০ হাজার স্বেচ্ছাসেবকের ওপর প্রয়োগ করা হবে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, করোনার বিরুদ্ধে রাশিয়ার তৃতীয় টিকা তৈরি করেছে চুমাকভ সেন্টার। যা কিছুদিনের মধ্যেই নথিভুক্ত করা হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন