ঢাকা | বুধবার
২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নাগোরনো-কারাবাখ যুদ্ধ : তুরস্কের সঙ্গে একমত নয় রাশিয়া

নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে চলমান সংঘাতের ব্যাপারে তুরস্কের দৃষ্টিভঙ্গির সঙ্গে একমত নয় রাশিয়া। গতকাল বুধবার মস্কোয় এক বক্তব্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, কারাবাখ অঞ্চল পরিস্থিতি এবং এই অঞ্চলে তুরস্কের ভূমিকার ব্যাপারে আঙ্কারা যে নীতি-অবস্থান নিয়েছে তার সঙ্গে আমরা একমত নই।

ল্যাভরভ আরও বলেন, সামরিক উপায়ে কারাবাখ সংকটের সমাধান করা যাবে এবং বিষয়টি বৈধ বলে তুরস্ক যে কথা বলছে তা মস্কো মেনে নিতে পারছে না। সামরিক উপায়ে নয় বরং রাজনৈতিক উপায়ে আলোচনার মাধ্যমে এ সংকটের সমাধান করতে হবে।

গত ২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সেনাদের ওপর আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীরা হামলা চালায়। এরপরই শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। গত দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে এই সংঘর্ষে। এই সংঘর্ষে এখন পর্যন্ত কয়েকশ’ সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন