ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের জয় বিশ্বের জন্য সর্বনাশা : ফিলিস্তিনি প্রধানমন্ত্রী

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে তা বিশ্বের পাশাপাশি ফিলিস্তিনিদের জন্য সর্বনাশ ডেকে আনবে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়েহ।

গতকাল মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যদের সঙ্গে বৈঠককালে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের গত চার বছরে ফিলিস্তিনিদের ব্যাপক ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনি প্রধানমন্ত্রী বলেন, আমরা যদি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আরও চার বছর বসবাস করতে চাই, তাহলে সৃষ্টিকর্তা আমাদের সাহায্য করবেন। সৃষ্টিকর্তা আপনাদের এবং পুরো বিশ্বকে সহায়তা করবেন।

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যদি কোনও পরিবর্তন ঘটে, তাহলে সেটিও সরাসরি ফিলিস্তিনি-ইসরায়েলি সম্পর্কের ক্ষেত্রে এর প্রতিফলন ঘটবে। এর প্রতিফলন ঘটবে ফিলিস্তিনি-আমেরিকান দ্বিপাক্ষিক সম্পর্কেও।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন