ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্লকে সাড়ে ১৯ কোটি টাকার লেনদেন

দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে লেনদেন হয়েছে মোট ২৯ কোম্পানির শেয়ার। আর এ কোম্পানিগুলোর মোট শেয়ার লেনদেন হয়েছে ৩০ লাখ ৩৭ হাজার ৩৮৮টি। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৫৩ লাখ টাকা।

বুধবার (১৪ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ব্লক মার্কেটে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেডের শেয়ার সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিটি ৪ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ব্রাক ব্যাংক ৪ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লকে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, বঙ্গজ, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, ডিবিএইচ, দুলামিয়া কটন, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স, কেডিএস এক্সেসরিজ, খুলনা প্রিন্টিং, লাফার্জহোলসিম, ম্যারিকো, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ব্যাংক. এম.এল ডাইং, ন্যাশনাল টিউবস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স,সন্ধানী ইন্স্যুরেন্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও এসকে ট্রিমস লিমিটেড।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন