ঢাকা | মঙ্গলবার
২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইইউ

রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টার অভিযোগ এনে দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

সোমবার রাতে লুক্সেমবার্গে অনুষ্ঠিত ইইউ -এর এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীরা এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

এর আগে গত সপ্তাহে জার্মান-ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা প্রতিবেদন দিয়েছিলেন যে, রুশ সরকারই নাভালনিকে বিষপ্রয়োগ করে হত্যা করতে চেয়েছিল। আর তাদের প্রস্তাবের উপর ভিত্তি করেই এখন কী ধরনের নিষেধাজ্ঞা জারি করা হবে তা নিয়ে আলোচনায় বসেছে ইইউ।

তবে অবিলম্বেই এ নিষেধাজ্ঞা চালু হচ্ছে না। কারণ এর খসড়া এখনও তৈরি হয়নি। আইনজ্ঞরা তা বিচার করার পর যদি ২৭টি ইইউ দেশ তা মেনে নেয় তাহলেই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এদিকে জার্মান-ফ্রান্সের মতে, রুশ সরকার জড়িত না থাকলে নাভালনিকে বিষ দেয়া সম্ভব হতো না। মস্কো এর কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে পারেনি।

উল্লেখ্য, ২০০৮ সালে রাশিয়ার রাজনীতি আর রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর অপকর্ম নিয়ে ব্লগ লিখে রাতারাতি আলোচনায় আসেন নাভালনি। তার লেখা ব্লগের কারণে অনেকেই পদত্যাগ পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। যা ছিল রাশিয়ার রাজনীতির বিরল ঘটনা।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন