ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমেছে ১৪ শতাংশ

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম ৮ মাসে  বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি প্রায় সাড়ে ১৪ শতাংশ কমেছে।

গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রে প্রায় ৩৪৮ কোটি ৫৪ লাখ ডলারের পোশাক রফতানি করেছে বাংলাদেশ। অথচ গত বছরের একই সময়ে রফতানি পরিমাণ ছিলো ৪০৭ কোটি ৯৫ লাখ ২২ হাজার ডলার। অর্থাৎ গত বছরের একই সময়ের তুলনায় ৫৯ কোটি ৪২ লাখ ডলার কমেছে।

যদিও মহামারি করোনাকালে বাংলাদেশসহ অন্যান্য পোশাক রফতানিকারক দেশগুলো থেকেও পোশাক নেয়া কমিয়েছে যুক্তরাষ্ট্র। এই সময়ে চীন থেকে প্রায় ৪৮ শতাংশ এবং ভিয়েতনাম থেকে ৯ দশমিক ৭৭ শতাংশ পোশাক রফতানি কমেছে যুক্তরাষ্ট্রে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রধান রফতানি পণ্য তৈরি পোশাক। দেশের মোট রফতানির প্রায় ৮৪ শতাংশই আসে এ খাত থেকে। রফতানির প্রায় ৮০ শতাংই যায় ইউরোপীয় ইউনিয়নের ২৮টি দেশ এবং উত্তর আমেরিকার দেশগুলোতে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন