বিজেপির সভাপতি পদ ছাড়ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০১৯ সালে মন্ত্রীসভা গঠনের সময়েই কথা উঠেছিল দলের দায়িত্ব এবার কাঁধ থেকে নামাবেন অমিত শাহ।
অবশেষে সোমবার (১৪ অক্টোবর) বিজেপি সভাপতি অমিত শাহ নিজেই জানিয়েছেন, নতুন সভাপতি পেতে যাচ্ছে দল। এ বছরের শেষের দিকেই সাংগঠনিক নির্বাচন হলে দলের নেতৃত্বের জন্য নতুন নেতা নির্বাচন করা হবে।
অমিত শাহ বলেন, আনুষ্ঠানিক ভাবে দলের সভাপতির আসনে না থাকলেও তিনি পর্দার আড়াল থেকে দলকে পরিচালনার ‘সুপার পাওয়ার’ হিসেবে কাজ করবেন, এমন ধারণা মোটেও ঠিক নয়।
সভাপতি অমিত শাহ আরও জানান, ২০১৪ সালে তিনি বিজেপি প্রধানের দায়িত্ব নেওয়ার সময়ও এমনই কথা উঠেছিল এবং একবার তার বদলে অন্য কেউ এসে সংগঠনের হাল ধরলেই সব জল্পনা শেষ হবে। বিজেপি যে নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হবে, সে কথার উল্লেখ করে অমিত বলেন এটা (বিজেপি) কংগ্রেস নয় এবং কেউ একে পর্দার আড়াল থেকে চালাতে পারবে না। বিজেপি সাধারণত এক ব্যক্তি এক পদ রীতি অনুসরণ করে।
তিনি জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যেই দলের মধ্যে থেকে নতুন একজন সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বলে আশা করা হচ্ছে।
আনন্দবাজার/বাবলু