ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

উৎপাদন বাড়াতে ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

মা ইলিশ সংরক্ষণের জন্য পদ্মা-মেঘনাসহ দেশের ১৯টি উপকূলীয় জেলার নদনদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আজ (১৩ অক্টোবর) মঙ্গলবার মধ্যরাত থেকে ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা শুরু হচ্ছে।

এ সময় মাছ ধরা থেকে শুরু করে ইলিশ পরিবহন, বিপণন এবং মজুদও নিষিদ্ধ করা হয়েছে। এমন পরিস্থিতিতে সরকারের নির্দেশনা পালন করতে জেলেরাও তাদের জাল ও নৌকা নিরাপদে তুলে রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এদিকে, বেকার জেলেদের সরকারি প্রণোদনার ঘোষণা দেয়া হয়েছে। জেলেরা জানান, সরকার আমাদেরকে ২০ কেজি চাল দেয়। এছাড়াও আমাদের আরও খরচ আছে, সেগুলো কে দিবে?

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী জানান, মা ইলিশ রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। এছাড়া কোস্ট গার্ড, জেলা পুলি ও নৌ পুলিশের সমন্বিত চেষ্টায় মা ইলিশ রক্ষায় ১০ টিম টহল অব্যাহত রাখবে বলেও জানিয়েছেন তিনি।

প্রজনন মৌসুমে ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ বিচরণের নদনদীতে সব ধরণের মাছ ধরা নিষিদ্ধ। জেলায় নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন সরকারি তালিকায় এমন জেলের সংখ্যা প্রায় ৫২ হাজার।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন