যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। এ তথ্য জানিয়েছে, সিএনএন অনলাইনের প্রতিবেদন।
এক স্মারকে হোয়াইট হাউসের চিকিৎসক সেইন কনলি ট্রাম্পের করোনা নেগেটিভ আসার বিষয়টি জানিয়েছেন।
সেইন কনলির লেখা স্মারকটি গতকাল সোমবার প্রকাশিত হয়েছে। স্মারকে বলা হয়েছে, পরপর কয়েক দিনের পরীক্ষায় ট্রাম্পের করোনা নেগেটিভ এসেছে।
সেইন কনলি জানিয়েছেন, ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষায় অ্যাবটের বিনাক্সনাও অ্যান্টিজেন কার্ড ব্যবহার করা হয়েছে।
তবে ট্রাম্পের সবশেষ করোনা পরীক্ষা কবে হয়েছে তা উল্লেখ করেননি চিকিৎসক। তিনি বলেন, ট্রাম্পের মাধ্যমে অন্যের আর করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই।
আনন্দবাজার/টি এস পি