ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নিলামে বিরল হীরা, ৩২২ কোটি টাকা দামের প্রত্যাশা

রাশিয়ান খনিতে পাওয়া বেগুনি-গোলাপি রঙের একেবারেই বিরল হীরা নিলামে উঠতে যাচ্ছে ১১ নভেম্বর। এর দাম ৩৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩২২ কোটি ১৪ লাখ টাকা ওঠার প্রত্যাশা করছে যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ নিলামঘর সোথবাই। সোমবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রাশিয়ান ব্যালের নামে হীরাটির নামকরণ করা হয়েছে ‘দ্য স্পিরিট অব দ্য রোজ।’

রাশিয়ান হীরা উত্তোলন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠান আলরোজার মালিকানাধীন ১৪.৮৩ ক্যারেটের এই হীরা ওই দেশের খনিতে খুঁজে পাওয়া সবচেয়ে বড় গোলাপি-স্ফটিক রঙের হীরা বলে জানিয়েছে সোথবাই।

‘প্রকৃতিতে যে কোনো আকৃতির গোলাপি রঙের হীরা খুঁজে পাওয়া একেবারেই বিরল। যত গোলাপি রঙা হীরা পাওয়া গেছে, তার মধ্যে ১০ ক্যারেটের চেয়ে বড় আকৃতির সংখ্যা মাত্র ১ শতাংশ,’ বলেন সোথবাইয়ের অলংকার বিভাগের বৈশ্বিক চেয়ারম্যান গ্যারি শুলার।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন