ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন সৌদির আড়াই লাখ মানুষ

এবারের ওমরাহর দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আগামী ১৮ অক্টোবর থেকে। প্রবাসীসহ সৌদি আরবের আড়াই লাখ নাগরিক এ পর্বে ওমরাহ পালনের সুযোগ পাবেন।

এই দফায় এই আড়াই লাখ নাগরিকসহ মোট ছয় লাখ মুসলিমকে মক্কার গ্র্যান্ড মসজিদে ইবাদত করার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

তবে আগামী ১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া ওমরাহের তৃতীয় পর্বে ওমরাহ করার সুযোগ পাবেন সৌদির বাইরের দেশের নাগরিকরাও।

তখন থেকে প্রতিদিন ওমরাহ পালন করতে পারবেন ২০ হাজার মানুষ। এবং মসজিদের ভেতরে ৬০ হাজার মানুষকে নামাজ পড়ার অনুমতি দেওয়া হবে। এ ঘোষণা করেছে সৌদি হজ ও ওমরাহ কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে সৌদির হজ ও ওমরাহ সম্পর্কিত জাতীয় কমিটির সদস্য হানি আল ওমাইরি জানান, এবার মুসল্লিরা আল রাওয়াদাহ আল শরিফা এবং মদিনায় মসজিদে নববির পুরোনো মসজিদ এলাকায় যাওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও জানিয়েছেন, ওমরাহ পালনের অনুমতি গ্রহণের পাশাপাশি গ্র্যান্ড মসজিদ এবং রাওয়াদাহ শরিফ পরিদর্শনের ইতামারনা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন