ভারতের কয়েকটি অঞ্চলে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) ও সরবরাকৃত প্রাকৃতিক গ্যাসের (পিএনজি) দাম কমিয়েছে আদানি গ্যাস লিমিটেড। কোম্পানিটি উত্তর প্রদেশের খুরজায় সিএনজির দাম কেজিপ্রতি ১ দশমিক ৭৫ রুপি কমিয়েছে। এছাড়া মহেন্দ্রগড়ে কেজিপ্রতি ১ দশমিক ৭ রুপি, ফরিদাবাদ ও পলওয়ালে কেজিপ্রতি ১ দশমিক ৬ রুপি এবং আহমেদাবাদ ও ভদোদরায় কেজিপ্রতি ১ দশমিক ৩১ রুপি কমেছে সিএনজির দাম।
এদিকে ফরদাবাদ, পলওয়াল ও খুরজায় প্রতি ঘনমিটার পিএনজির দাম কমানো হয়েছে ১ দশমিক ১১ রুপি। আর আহমেদাবাদ ও ভদোদরায় ঘনমিটারপ্রতি পিএনজির দাম ১ রুপি হারে কমিয়েছে আদানি গ্যাস।
আদানির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দাম কমানোর এ পদক্ষেপের ফলে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তাদের গাড়ির জ্বালানি হিসেবে পরিবেশবান্ধব সিএনজি ব্যবহারে উৎসাহিত হবে এবং কার্বন নিঃসরণ কমানোর উদ্যোগে ভূমিকা রাখবে।’
এছাড়া দাম কমানোর ফলে পেট্রল ও ডিজেলের তুলনায় সিএনজি ব্যবহার করলে ভোক্তাদের বেশ ভালো সাশ্রয় হবে। কিছু অঞ্চলে পেট্রলের পরিবর্তে সিএনজি ব্যবহারে ৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয় হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আদানি গ্যাস লিমিটেডের প্রায় সাড়ে চার লাখ পিএনজি (ডোমেস্টিক, কমার্শিয়াল ও ইন্ডাস্ট্রিয়াল) গ্রাহক রয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় ১৩৪টি সিএনজি স্টেশনের মাধ্যমে সিএনজি সরবরাহ করে তারা।
আনন্দবাজার/ইউএসএস