আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অপ্রত্যাশিত সমর্থন পেলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সমর্থনে এগিয়ে এলো তালেবান।
সিবিএস নিউজে একটি টেলিফোন সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ জানান, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন।
এছাড়াও জানা গেছে ট্রাম্পের করোনায় আক্রান্তের খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়েছিল তালেবান। সিবিএস নিউজে আর এক তালেবান নেতা জানান, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন।
এ ব্যাপারে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র জানান, তারা এই সমর্থন প্রত্যাখ্যান করছেন। তিনি বলেন, তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যে কোনো ভাবে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন।
সম্প্রতি ট্রাম্প ঘোষণা করেছিলেন যে, বড়দিনের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে। টুইট করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। এরপরই এই ঘোষণা করেছে তালেবান।
আনন্দবাজার/টি এস পি

