ঢাকা | সোমবার
১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাইডেনকে ভোট দিন : জলবায়ুকর্মী গ্রেটা

মার্কিন যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনকে ভোট দিতে মার্কিন ভোটারদের অনুরোধ জানিয়েছেন জলবায়ুকর্মী গ্রেটা থানবার্গ।

গ্রেটা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।

জলবায়ু আন্দোলন ‘ফ্রাইডে ফর ফিউচারের’ প্রতিষ্ঠাতা সুইডেনের গ্রেটা টুইট বার্তায় লিখেছেন, ‘আমি কখেনোই দলীয় রাজনীতির সাথে জড়িত ছিলাম না। তবে আসন্ন মার্কিন নির্বাচন এসব কিছুর ঊর্ধ্বে।

১৭ বছর বয়সী গ্রেটা লিখেছেন, ‘জলবায়ু পরিবর্তন থেকে এটা অনেক দূরে চলে গেছে। আপনারাও অনেকেই অন্যান্য প্রার্থীকে সমর্থন দিবেন। কিন্তু আমি বলছি যে, আর আপনারাও জানেন, ‘জঘন্য’। সংগঠিত হোন এবং বাইডেনকে ভোট দিন।

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনের প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিকে একদমই গুরুত্ব দেন না ট্রাম্প। গ্রেটাকে পছন্দ করেন না বলেই তাকে নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেন ট্রাম্প।

একবার ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘গ্রেটাকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণ সমস্যা নিয়ে কাজ করতে হবে।

আন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন