ভারতীয় মুসলিমরা বিশ্বের মধ্যে সবচেয়ে সুখে-শান্তিতে রয়েছেন বলে জানিয়েছেন দেশটির হিন্দু জাতীয়তাবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। তাঁর দাবি, ভারতের মতো কোনো দেশেই এতটা সুরক্ষিত নন মুসলিমরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে বলা হয়, মহারাষ্ট্রের হিন্দি ম্যাগাজিন বিবেককে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
আরএসএস প্রধানের দাবি, ভারতের ওপর যখনই কোনও আঘাত এসেছে তখন সব ধর্মের মানুষ একসঙ্গে রুখে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, ধর্মীয় ভেদাভেদ তারাই করে যাদের স্বার্থে আঘাত লাগে।
মোহন ভাগবত বলেন, ভারতে মুসলিমদের অস্তিত্ব বিপন্ন নয়, বরং সারা বিশ্বের মধ্যে ভারতেই মুসলিমরা সবচেয়ে সুখে রয়েছেন।
আনন্দবাজার/এম.কে