ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

৭.৫ মিলিয়ন টন গম আমদানি করবে চীন

খাবারের চাহিদা পূরণের লক্ষ্যে গম আমদানি বাড়াবে চীন। ২০২০-২১ মৌসুমে (জুলাই-জুন) চীনের গম আমদানি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্র কৃষি বিভাগ। সেপ্টেম্বর মাসের পূর্বাভাস থেকেও ৭ দশমিক ১ শতাংশ বাড়বে বলে জানানো হয় শুক্রবারের একটি প্রতিবেদনে। এবার তারা ৭ দশমিক ৫ মিলিয়ন টন গম আমদানি করবে, যা বিগত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। খবর: এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস

২০২০-২১ মৌসুমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাড়তি গম আমদানির প্রতিশ্রুতি পূরণ করবে চীন, এ কারণেই তাদের সামগ্রিক আমদানি বেড়ে যাবে। চার বছরের মধ্যে এবারই যুক্তরাষ্ট্র থেকে সবচেয়ে বেশি গম আনছে চীন। এছাড়া চলতি মৌসুমে তারা গম আনবে ফ্রান্স ও অস্ট্রেলিয়া থেকেও।

বেইজিংভিত্তিক অ্যানালিটিকস ফার্ম ‘কফিড’-এর তথ্যানুযায়ী, এ বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ফ্রান্স ও অস্ট্রেলিয়া থেকে ২ দশমিক ৫ মিলিয়ন টন গম আমদানি করেছে চীন। চলতি বছরের জুন থেকে ১২ মাসের মধ্যে ছয় মিলিয়ন টন গম আমদানির পরিকল্পনা করছে চীন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন