ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যাপ্ত সরবরাহ থাকায় কমেছে মাছের দাম

নারায়ণগঞ্জে নদীবন্দর সংলগ্ন শীতলক্ষ্যা নদীর বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় সব ধরনের মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে কমেছে মাছের দাম। পুরো বাজার বড় আকারের ইলিশে ভরপুর। তাই পাইকারি ও খুচরা ক্রেতাদের ভিড়ে বাজার জমজমাট।

নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে ৩ নম্বর ঘাট এলাকার পাইকারি মাছের বাজারে গিয়ে দেখা গেছে – রুই, কাতল, ইলিশ, বোয়াল, ব্রিগেট, পাঙাস, আইড় ও রিঠাসহ নদীর ছোট-বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যাচ্ছে। পাশাপাশি হাওর অঞ্চলের নানা প্রজাতির দেশি মাছও বিক্রি হতে দেখা গেছে। মূলত এখান থেকেই নগরীর অন্যান্য বাজারগুলোতে মাছ সরবরাহ হয়ে থাকে।

প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের ভীড়ে জমজমাট থাকে ঐতিহ্যবাহী বাজারটি। এখানে প্রতিদিন কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয়। দেশের বিভিন্ন এলাকায় এখন মাছের সরবরাহ বাড়ায় দামও কমেছে।

নৌ-পথে পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমলে নদী-বন্দরকে কেন্দ্র করে বাজারটি প্রতিষ্ঠিত হয়। শতাধিক আড়ৎদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন এখানে। এছাড়া হাজারের বেশি মৎসজীবী শ্রমিক-কর্মচারী পেশাগতভাবে যুক্ত রয়েছেন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন