ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘খামেনির জীবনযাপনকে আদর্শ করতে হবে’

ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খামেনির সাধাসিধে জীবনযাপনকে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। 

শুক্রবার (০৯ অক্টোবার) রাজধানী ইসলামাবাদে রাজনীতিবিদ ও আইনজীবীদের সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, খামেনি একজন মহান নেতা। ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কখনো জাকজমকপূর্ণ জীবনযাপন বা রাষ্ট্রীয় প্রটোকল মেনে বিদেশি অতিথিদের আপ্যায়ন করতেন না। তিনি সব সময় সহজ-সরল ও সাধারণ জীবনযাপন দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন।

ইমরান বলেন, ইরানের স্থপতির সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশনেতার তুলনা করা সম্ভব নয়। তিনি ইসলামি মূল্যবোধ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন