ইরানের ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খামেনির সাধাসিধে জীবনযাপনকে আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য পাকিস্তানের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।
শুক্রবার (০৯ অক্টোবার) রাজধানী ইসলামাবাদে রাজনীতিবিদ ও আইনজীবীদের সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, খামেনি একজন মহান নেতা। ইরানে ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কখনো জাকজমকপূর্ণ জীবনযাপন বা রাষ্ট্রীয় প্রটোকল মেনে বিদেশি অতিথিদের আপ্যায়ন করতেন না। তিনি সব সময় সহজ-সরল ও সাধারণ জীবনযাপন দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন।
ইমরান বলেন, ইরানের স্থপতির সঙ্গে বিশ্বের অন্য কোনো দেশনেতার তুলনা করা সম্ভব নয়। তিনি ইসলামি মূল্যবোধ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন।
আনন্দবাজার/এম.কে