মহামারির করোনার কারণে মরক্কোতে দরিদ্র মানুষের সংখ্যা বাড়লেও বিলাসিতা থেমে নেই দেশটির বাদশাহ মোহাম্মদ ষষ্ঠের। সম্প্রতি ফ্রান্সের রাজধানী প্যারিসে একটি প্রসাদ কিনেছেন বিশ্বের অন্যতম ধনী এই বাদশাহ।
ওই প্রসাদটি ক্রয় করতে তার খরচ হয়েছে ৯৪ মিলিয়ন ডলার। বিশ্ববিখ্যাত আইফেল টাওয়ারের কাছে অবস্থিত ওই প্রসাদটি সৌদি রাজপরিবারের কাছ কিনেছেন বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, প্রসাদটিতে ১২টি বেডরুম, একটি সুইমিং পুল, একটি গেমস রুম, একটি প্রাইভেট গার্ডেন ও প্রাইভেট পার্কিংআছে।
বিশ্বের ধনী রাজপরিবারের সদস্যদের তালিকায় অনেকটাই শীর্ষে আছেন বাদশাহ মোহাম্মদ ষষ্ঠ। তার সম্পদের পরিমাণ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের চেয়ে ১০ গুণ বেশি।
আনন্দবাজার/এম.কে