ঢাকা | শনিবার
১৪ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে ৩০০ কুকুরকে তুললেন ঘরে

ঘূর্ণিঝড় থেকে বাঁচাতে ৩০০ বেওয়ারিশ কুকুর ঘরে তুলে নিয়েছেন এক ম্যাক্সিকান প্রাণী অধিকারকর্মী রিকার্দো পিমেন্তেল। সেই সাথে আরও কিছু অন্যান্য প্রাণীর প্রাণ বাঁচাতে জায়গা দিলেন নিজের ঘরে। আর এ ঘটনায় রীতিমতো নায়ক বনে গেছেন ওই অধিকারকর্মী।

জানা গেছে, ঘটনাটি গেল বুধবারের। ওইদিন সকাল সাড়ে ৫টার দিকে মেক্সিকোর কিনটানা রু অঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘হারিকেন ডেল্টা’। তবে এই ঘূর্ণিঝড়ের ব্যাপারে আগে থেকেই সতর্কবার্তা প্রচার করছিল স্থানীয় প্রশাসন।

ওই সতর্কবার্তা জানার পর লিওনা ভিকারিও শহরের অধিবাসী ও প্রাণী অধিকারকর্মী প্রবল বৃষ্টির মধ্যেই প্রাণীদের নিরাপত্তার জন্য  নিজের গড়া প্রাণীদের আশ্রয়কেন্দ্র ‘তিয়েরা দে অ্যানিমেলস’-এ ব্যস্ত সময় কাটান। এ সময় তিনি ৩০০ বেওয়ারিশ কুকুর এবং বেশ কিছু বেওয়ারিশ বিড়াল, মোরগ, খরগোশ ও এমনকি সজারুকে নিজের বাড়িতে আশ্রয় দেন প্রাণীদের প্রাণ বাঁচাতে।

এই ব্যাপারে তিনি নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। তিনি লেখেন, আমি যদি তিন শতাধিক কুকুর, প্রচুরসংখ্যক বিড়াল, কিছু মোরগ, একটি সজারু ও আরও কিছু প্রাণীকে ঘূর্ণিঝড় থেমে যাওয়ার আগ পর্যন্ত নিজের বাড়িতে আশ্রয় দিতে পারি, আপনি কেন এমন বিপদের সময় অন্তত একটা বেওয়ারিশ কুকুর বা বিড়ালের জন্য নিজের বাড়ির দরজা খুলে দেবেন না?’,  পিমেন্তেল।

নিজ বাড়িতে এক গাদা বেওয়ারিশ কুকুরের ভিড়ে রিকার্দো পিমেন্তেলের ছবিগুলো মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। আর তার এই কাজের জন্য প্রশংসা ছড়িয়ে পড়ে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন