মহামারি করোনাভাইরাস প্রথম শনাক্ত হওয়া চীনের হুবেই প্রদেশ। সেখানে জাতীয় ছুটির দিনগুলোয় বিপুলসংখ্যক পর্যটকের সমাগম হতে দেখা গেছে। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের মতে, ১ অক্টোবর থেকে শুরু হওয়া জাতীয় দিবসের ছুটিতে মঙ্গলবার পর্যন্ত প্রদেশটির ৩০টি মূল পর্যটন কেন্দ্রে ১ দশমিক ৭৭ মিলিয়নেরও বেশি পর্যটকের সমাগম ঘটেছিল।
প্রদেশের সংস্কৃতি ও পর্যটন বিভাগের তথ্যানুযায়ী, ব্যাপক আকারে পর্যটক সমাগমের কারণে মঙ্গলবার আয়ের পরিমাণ ২৫ দশমিক ৭ মিলিয়ন ডলার ছাড়িয়েছে। ইয়োলো ক্রেন টাওয়ারের মতো প্রদেশের কয়েকটি জনপ্রিয় পর্যটনকেন্দ্রে পর্যটকরা ধারণক্ষমতার সর্বাধিক সীমায় পৌঁছে যায়।
প্রদেশটিতে পর্যটন আকর্ষণে প্রচার অনুষ্ঠানের পর হুবেইয়ের ৩৮০টিরও বেশি পর্যটনকেন্দ্রে ৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ২ মিলিয়নেরও বেশি পর্যটক পেয়েছে এবং এর ফলে আয়ের পরিমাণ ২ দশমিক শূন্য ৯ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।
চীন সাধারণত ১ অক্টোবর জাতীয় দিবস উদযাপন করে। তবে এবার ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসবের সঙ্গে মিলিত হওয়ায় ছুটি ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আনন্দবাজার/ইউএসএস