ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাড়েনি আটা ও ময়দার দাম

প্রতিদিনই বাড়ছে নিত্যপণ্যের দাম। আর এতে অস্বস্তিতে পড়ে সাধারণ জনগণ। বলা যায়, রাজধানীর বাজারগুলোতে অধিকাংশ পণ্যের দাম এখন ভোক্তাদের ধরা ছোঁয়ার বাইরে। আর এ ধরণের ভোগান্তি পোহাতে হয় প্রায় সারা বছরই। তবে বছরজুড়ে ভোক্তাদের কিছুটা স্বস্তি দিয়েছে আটা ও ময়দার দাম। আটা ও ময়দা বিক্রেতারা বলছেন, একমাত্র এই দুটি পণ্যের দাম বাড়েনি।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, টাউনহল বাজার, কৃষি মার্কেট ও বেশকিছু বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। টাউনহল বাজারের মুদি ব্যবসায়ী সাহাবউদ্দিন বলেন, ‘সব জিনিসের দাম বেড়েছে, কেবল আটা ও ময়দার দাম একবছর আগের দামে রয়ে গেছে। কখনও কখনও দাম কেজিতে ২ থেকে ৩ টাকা বাড়লেও আবার দাম কমে আসতো।

বাজারে সাদা আটা (খোলা) কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। গত বছরেও এর দাম একই ছিল। প্যাকেট আটার দাম এখন ৩০ টাকা কেজি। এক বছর আগে একই আটা কেজি ৩৫ টাকায় বিক্রি হতো। প্যাকেট ময়দার দাম প্রসঙ্গে সাহাবউদ্দিন বলেন, ‘এখন যে ময়দার দাম ৪২ টাকা, গতবছর সেই একই ময়দার দাম ছিল ৪৫ থেকে ৪৮ টাকা কেজি। এখন খোলা ময়দার দাম কেজিতে ৩৪ থেকে ৩৫ টাকা। গত বছরের একই সময়ে এই ময়দা ৩৮ টাকা কেজি দরে বিক্রি হয়েছে বলে জানান তিনি।

এদিকে সরকারি বিপণন সংস্থা টিসিবি’র হিসাবে, গত একবছর ধরে আটা ও ময়দার দাম একটুও বাড়েনি। বরং কমেছে। টিসিবির তথ্য বলছে, গত এক বছরে প্যাকেট আটার দাম কমেছে ৭ দশমিক ১৪ শতাংশ। আর প্যাকেট ময়দার দাম কমেছে ৬ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া খোলা ময়দার দাম কমেছে ৪ দশমিক ১৭ শতাংশ। অবশ্য সাদা আটার (খোলা) দাম সামান্য কিছু বাড়তি। একবছরের ব্যবধানে সাদা আটার দাম বেড়েছে ৩ দশমিক ৫৭ শতাংশ।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন