ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ডিএসইর নতুন পরিচালক সিদ্দিকুর রহমান

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মনোনীত হয়েছেন এফবিসিসিআইয়ের সহসভাপতি ও স্টার্লিং স্টকস অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে এই নিয়োগ কার্যকর হবে।

সম্প্রতি ‘অনুপস্থিতি’র কারণে শেয়ারধারী পরিচালক মিনহাজ মান্নান ইমনের পদটি শূন্য ঘোষণা করে ডিএসইর পর্ষদ। শূন্য পদে পরিচালক মনোনীত করা হয় ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সদ্য নিযুক্ত শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমানকে। নিয়োগ প্রাপ্তির পর থেকে আগামী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন