ট্রাম্প নাকি জো বাইডেন এই নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে নানা জল্পনাকল্পনা। সারাবিশ্বে মুখিয়ে রয়েছে দেশটির নির্বাচনের দিকে । করোনা আতঙ্কের ভিতরেও চলছে নির্বাচনী প্রস্তুতি। ট্রাম্প নিজেও করোনা আক্রান্ত।
ডাকের মাধ্যমে ভোট দেবে মানুষ। তবে পুরনো পদ্ধতিতে সমস্যাতো আছেই। ডাক ব্যবস্থায় যদি কেউ খোলা খামে তার পছন্দের প্রার্থীর নাম লিখে পাঠান, তাহলে কারচুপির সম্ভাবনা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। সেই কারচুপি বন্ধ করতে ও মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে নতুন উপায় বের করলেন হলিউডের বিখ্যাত অভিনেতারা। নারী পুরুষ নির্বিশেষে নগ্ন হলেন ক্যামেরার সামনে। তাদের উদ্দেশ্য- মানুষ যাতে বোঝে, নগ্ন ভোটের কোনও মূল্য নেই।
এখানেই উঠে আসছে নতুন টার্ম। নেকেড ব্যালট। যদি ভোটার ব্যালট খামটি সিল না করে ডাকের মাধ্যমে তার ভোট দেন, তাহলে সেই ভোটটি গণনা করা হবে না। তখন ভোটটি বাতিল করে দেওয়া হবে। আর সেজন্য নির্বাচন নিয়ে সচেতনতা সৃষ্টি করতেই হলিউড তারকাদের এই পদ্ধতির অবলম্বন। তারকাদের মধ্যে রয়েছেন, সারাহ্ সিলভারম্যান, মার্ক রুফালো, চেলসি হ্যান্ডলার, নাওমি ওয়াট্স, যশ গ্যাড, ক্রিস রক, প্রমুখ।
আনন্দবাজার/এফআইবি