ঢাকা | বৃহস্পতিবার
১লা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতের মিডিয়াকে চীনের হুঁশিয়ারি

দিল্লিতে চীনা দূতাবাসের প্রেস সেকশন এক নজিরবিহীন চিঠি পাঠিয়ে ভারতের সংবাদমাধ্যমকে স্মরণ করিয়ে দিয়েছে, তাদের দেশের সরকারের অনুসৃত ‘এক চীন’ নীতি থেকে বিচ্যুত না হয়। 

গতকাল (বুধবার) তাইওয়ানের জাতীয় দিবসের মাত্র দিনতিনেক আগে পাঠানো ওই চিঠিতে ভারতের মিডিয়াকে চীন বলেছে, তাইওয়ানকে যেন কিছুতেই একটি আলাদা ‘দেশ’ বলে উল্লেখ করা না হয় এবং তাইওয়ানের নেতাকেও যাতে ‘প্রেসিডেন্ট’ বলে অভিহিত না করা হয়। কারণ তাইওয়ান চীনের সার্বভৌম ভূখন্ডের এক অবিচ্ছেদ্য অংশ।

এদিকে গত কয়েক মাস ধরেই ভারত-চীন সীমান্তে সামরিক উত্তেজনা চলছে, গত জুন মাসে লাদাখে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা প্রাণও হারিয়েছে বলে। এরই মধ্যে এই প্রথমবারের মতো চীনের পক্ষ থেকে ভারতীয় মিডিয়াকে এই ধরনের চিঠি দেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রতি বছরের ১০ই অক্টোবর তাইওয়ান তাদের জাতীয় দিবস পালন করে। ১৯৯১ সালের এই দিনটিতেই সেখানে য়ুচাং সশস্ত্র অভ্যুত্থানের সূচনা হয়েছিল, যার মাধ্যমে চিং রাজবংশকে ক্ষমতা থেকে উৎখাত করে ‘রিপাবলিক অব চায়না’র জন্ম হয়।

খবর : বিবিসি বাংলা

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন