বুধবার ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠক শেষে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জোরালো দাবি জানিয়েছে জার্মানি ও ফ্রান্স। দেশ দুটির যৌথ বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে বিষ দেয়ার পেছনে রুশ সরকারের হাত রয়েছে। যে ব্যক্তি বা সংস্থা এই বিষপ্রয়োগের জন্য দায়ী তার বা তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হোক বলে বিবৃতিতে দাবি জানানো হয়।
এদিকে বিরোধী নেতা নাভালনিকে বিষপ্রয়োগের ঘটনায় রুশ সরকার কোনোভাবেই জড়িত নয় বলে জানিয়েছে রাশিয়া। তবে ফ্রান্স-জার্মানির মতে, রুশ সরকার এই ঘটনায় জড়িত আছে। কারণ এ ঘটনার কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না।
গতকাল জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস জানান, রুশ সরকার যদি এই ঘটনার কোনো যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিতে না পারলে তাদের নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। তিনি বলেন, নাভালনিকে বিষপ্রয়োগ করে আন্তর্জাতিক আইন ভাঙার ফলভোগ করতে হবে রাশিয়াকে।
সূত্র- ডয়চে ভেলে।
আনন্দবাজার/এম.কে