চলতি বছরের অক্টোবর ও নভেম্বর মাসে আন্তর্জাতিক বাজার থেকে চাল আমদানি সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিলিপাইন সরকার। প্রতি বছর এ সময় দেশটিতে চালের সরবরাহ বেড়ে গিয়ে রেকর্ড দরপতন ঘটে। এবার খাদ্যপণ্যটির বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ফিলিপাইনের কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিপাইনের কৃষিমন্ত্রী উইলিয়াম দার বলেন, একদিকে নতুন মৌসুমের ধান-চাল বাজার উঠতে শুরু করেছে। অন্যদিকে চলতি বছর শেষে দেশে চালের মজুদ বেড়ে গত এক দশকের সর্বোচ্চে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী দিনগুলোয় ফিলিপাইনের অভ্যন্তরীণ বাজারে চালের রেকর্ড দরপতনের সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে খাদ্যপণ্যটির বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরবরাহ কমিয়ে আনার বিকল্প নেই।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসের মহামারির মধ্যেও চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ফিলিপাইনে প্রায় ২০ লাখ টন চাল আমদানি হয়েছে। বছরের বাকি সময়ে আরো তিন লাখ টন চাল আমদানির জন্য এরই মধ্যে পাইপলাইনে রয়েছে।
আনন্দবাজার/ইউএসএস