ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মাই ট্রাভেলপাস’ চালু করল মালয়েশিয়া

করোনাভাইরাস পরিস্থিতিতে ভোগান্তি কমাতে ‘মাই ট্রাভেলপাস’ সিস্টেম চালু করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। ফলে এখন থেকে আবেদনের প্রক্রিয়া সহজ হবে এবং বাঁচবে সময় ও অর্থ দুটিই।

গতকাল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ।
তিনি জানান, ইমিগ্রেশন বিভাগে প্রতিদিন ৫-৬ হাজার ই-মেইল জমার হওয়ার ফলে আবেদনপত্রের কাজ করতে দেরি হত। এজন্য আমরা আবেদনকারীদের থেকে অনেক অভিযোগ পেয়েছি।

তিনি আরও বলেন, ইমিগ্রেশন বিভাগ মাই ট্রাভেলপাস সিস্টেম চালু করে একটি সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে। এখন থেকে আবেদনের প্রক্রিয়া সহজ হবে। এর আগে ই-মেইলের মাধ্যমে আবেদন করা হত।

খায়রুল দাজাইমি বলেন, করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ার আন্তর্জাতিক সীমান্তগুলি বন্ধ থাকার কারণে কয়েকটি বিভাগকে ছাড় দেওয়া হয়েছে। যদিও তাদের বেশিরভাগের ইমিগ্রেশন বিভাগের পূর্বের অনুমতির প্রয়োজন নেই।

তিনি জানান, আবেদনগুলি প্রক্রিয়া করতে ১০ দিন সময় লাগবে। জমা দেওয়ার পরে ফিরতি ই-মেইলে তিন থেকে পাঁচদিনের মধ্যে নিশ্চিত করা হবে।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন