ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজে ফিরেছেন করোনায় আক্রান্ত ট্রাম্প

নভেল করোনাভাইরাসে শনাক্ত হওয়ার এক সপ্তাহের কম সময়ের মধ্যে ওভাল অফিসে কাজে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাজে ফিরে বিভিন্ন বিষয়ে ব্রিফিংও নিয়েছেন তিনি।

ট্রাম্পের চিকিৎসক শন কনলি জানান, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাম্পের মধ্যে করোনাভাইরাসের কোনো লক্ষণ দেখা যায়নি। এবং চার দিনেরও বেশি সময় ধরে জ্বরও আসেনি।

বুধবার এক ভিডিও বার্তায় ট্রাম্প জানান, তিনি খুব ভালো বোধ করছেন। করোনাভাইরাস আক্রান্ত হওয়াকে ঈশ্বরের আর্শীবাদ বলেও অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, আমি এতে আক্রান্ত হয়েছি এটি ঈশ্বরেরই আর্শীবাদ বলে মনে হচ্ছে। এই আর্শীবাদ ছদ্মবেশ ধরে এসেছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, তাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের সব লোকের কাছে তা পৌঁছে যাক, তিনি এমনটি চান তিনি। রিজেনেরন ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত ওষুধ বিনামূল্যে দেওয়ারও প্রতিশ্রুতিও দিয়েছেন ট্রাম্প।

এর আগে কনলি জানিয়েছিলেন, শুক্রবারে হাসপাতালে যাওয়ার পর থেকে আর অক্সিজেনের প্রয়োজন হয়নি ট্রাম্পের। গত সোমবার হাসপাতাল থেকে ছাড়া পেয়ে হোয়াইট হাউসে ফিরে আসেন প্রেসিডেন্ট। তারপর থেকে হোয়াইট হাউসে থেকেই করোনাভাইরাসের চিকিৎসা নিচ্ছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন