ঢাকা | শুক্রবার
২রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাজারে আসছে কোয়ালকমের গেমিং ফোন

এই প্রথম গেমিং ফোন তৈরির উদ্যোগ নিয়েছে ফোনের প্রসেসর নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম। আসুসের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ফোন তৈরি করবে প্রতিষ্ঠানটি। এই ফোন রিপাবলিক অব গেমারস ব্র্যান্ডে বাজারে আসবে বলে জানা গেছে। 

জিএসএম এরিনার প্রতিবেদনে বলা হয়েছে, এ বছরের ১-২ ডিসেম্বর স্ন্যাপড্রাগন ইভেন্টের আয়োজন করেছে। ওই ইভেন্টে কোয়ালকম তাদের নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৭৫ চিপসেট উন্মুক্ত করবে। তখন নতুন ফোনের ঘোষণাও আসবে।

কোয়ালকমের নতুন প্রসেসর ৫ ন্যানো মিটারের চিপ। যাতে কর্টেক্স-এক্স ১ কোর ব্যবহৃত হচ্ছে।

নতুন এই ফোনের ডিসপ্লে হবে উচ্চ রিফ্রেশ রেটের প্রদর্শন, এতে থাকবে অত্যাধুনিক কুলিং সিস্টেম, বড় ব্যাটারি এবং আরও অনেক কিছু।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন