ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে সূচকের সামান্য উত্থানে লেনদেন

দেশের প্রধান শেয়ারবাজারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ২০৬ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর ভিতরে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৪ পয়েন্টে ও ডিএস৩০ সূচক দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৭ পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৪৩টি কোম্পানি এবং মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মাঝে মূল্য বেড়েছে ১৮৮টির, কমেছে ৭৭টির ও অপরিবর্তিত আছে ৭৮টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৫ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন