ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

‘ভ্যান হ্যালেন বেঁচে থাকুক গিটারিস্টদের অন্তরে’

দীর্ঘদিন ধরে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে আসছিলেন লিজেন্ডারি গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন। অবশেষে গতকাল (মঙ্গলবার) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্রভিডেন্স সেন্ট জোন’স মেডিকেল সেন্টারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্বখ্যাত মাইকেল জ্যাকসনের সহশিল্পী হিসেবে ছিল তাঁর দুর্দান্ত কম্পোজিশন ও কনট্রিবিউশন। দু’হাতে সমান তালে সলো টেকনিকে গিটার ট্যাপিং ছিল ভ্যান হ্যালেনের নিত্যদিনের সঙ্গী। এটির জন্য অনেক জনপ্রিয়তাও অর্জন করেছেন তিনি। এছাড়া তিনি পাম মিউটিং, ওপেন স্ট্রিংস টোন, বেন্ড ট্যাপিং ছাড়াও অদ্ভুদ সব কৌশল ব্যবহারে অসম্ভব দক্ষ ছিলেন।

১৯৬০ এর দশকে ভ্যান হ্যালেন প্রথম গিটার টিস্কো ডেল রে ডাব্লিউ জি – ফোরএল হাতে তুলে নেন। এরপর ১৯৭৪ সালে নিজেই তৈরি করেন ফ্র্যাঙ্কেনস্টাইন (ফ্রাঙ্কেনস্ট্রেট) সিরিজের গিটার। এটি মূলত ফেন্ডার এবং গিবসন এর মধ্যে ক্রসওভার করার চেষ্টা করেছেন তিনি।

সংগীতজ্ঞ ভ্যান হ্যালেনের জন্ম ১৯৫৫ সালে নেদারল্যান্ডসে। গীতিকার হিসেবে তিনি অত্যন্ত মেধাবী, এছাড়াও তিনি প্রতিনিয়ত গিটার এবং সাউন্ড নিয়ে প্রচুর এক্সপিরিমেন্ট করতেন। ১৯৭২ সালে আমেরিকান রক ব্যান্ড ‘ভ্যান হ্যালেন’র সহ-প্রতিষ্ঠাতা তিনি। সঙ্গে ছিলেন তাঁর ভাই ও ড্রামার অ্যালেক্স ভ্যান হ্যালেন, ব্যাসিস্ট মার্ক স্টোন ও গায়ক ডেভিড লি রোথ।

২০১২ সালে ‘গিটার ওয়ার্ল্ড’ ম্যাগাজিনের পাঠক জরিপে বিশ্বের সর্বকালের সেরা ১০০ গিটারিস্টের তালিকায় শীর্ষস্থান দখল করেন ভ্যান হ্যালেন।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন