পূর্ব ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করার দায়ে প্রাইম লাইফের উদ্যোক্তা সাবিহা খালেককে চার কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত বিএসইসির কমিশন সভায় এ জরিমানার সিদ্ধান্ত হয়েছে বলে জানান বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
তিনি বলেন, সাবিহা খালেক পূর্ব ঘোষণা ছাড়াই প্রাইম লাইফের শেয়ার বিক্রির মাধ্যমে বিএসইসির নোটিফিকেশন (নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-২৬/৩২/এডমিন) ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরন) বিধিমালা, ১৯৯৫ এর বিধি ৪, উপ-বিধি (২) লঙ্ঘন করেছে।
আনন্দবাজার/ইউএসএস