দেশের তৈরি পোশাক শিল্পের শতভাগ রফতানিমুখী বিভিন্ন প্রতিষ্ঠানের যেসব এলসি লিয়েন ব্যাংকে নগদায়ন করা হবে, সেখান থেকে মোট রফতানি মূল্যের ০.০৩% কেটে রেখে সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় জমা দেয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এই অর্থ শতভাগ রফতানিমুখী পোশাক শ্রমিকদের নগদ সহায়তা হিসেবে ব্যয় করা হয়।
সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
দেশে বৈদেশিক মুদ্রার লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলারদের পাঠানো এই সার্কুলারে বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনার সূত্রে জারিকৃত নির্দেশনায় শতভাগ রফতানিমুখী তৈরি পোশাক শিল্প প্রতিষ্ঠানের প্রতিটি কার্যাদেশের বিপরীতে প্রাপ্ত এবং নগদায়নকৃত রফতানি মূল্যের ০.০৩% হারে অর্থ কেটে রেখে অধিকাংশ ব্যাংকই সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় জমা দিয়ে আসছে।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু ব্যাংক নির্দেশনাটি মানছে না। তাই নতুন করে সার্কুলার জারির মাধ্যমে ব্যাংকগুলোকে সতর্ক করলো কেন্দ্রীয় ব্যাংক।
আনন্দবাজার/ইউএসএস