দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দুই দিনের পতন কাটিয়ে বুধবার উত্থানে ফিরেছে সূচক। আজ বুধবার ডিএসইতে মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৫ শতাংশ কোম্পানির মূল্য বেড়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর ভিতরে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১১৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৮০ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২২৫টির দর বেড়েছে, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত আছে ৫৮টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সিএসইতে টাকার অংকে ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আনন্দবাজার/এফআইবি