ঢাকা | বৃহস্পতিবার
২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চীনের সঙ্গে পাল্লা দিতে প্রস্তুত ভারতীয় বিমানবাহিনী

চীনের সঙ্গে পাল্লা দিতে ভারতীয় বিমানবাহিনী সম্পূর্ণ প্রস্তুত আছে বলে  জানিয়েছেন দেশটির বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়া। তার দাবি, প্রয়োজনে চীন যদি পাকিস্তানের বিমানঘাঁটির সাহায্যও নেয় তাহলেও লড়ার জন্য প্রস্তুত আছে বিমান বাহিনী।

আগামী ৮ অক্টোবর বিমানবাহিনী দিবস উপলক্ষে গতকাল এক সংবাদ সম্মেলনে এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়া এসব মন্তব্য করেনে

বিমানবাহিনীর প্রধান বলেন, সকল গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আমাদের সেনা মোতায়েন করা আছে। যদি উত্তর ও পশ্চিম সীমান্ত এলাকায় তেমন কোনও পরিস্থিতি সৃষ্টি হলেই কঠোরভাবে তা মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্স থেকে ক্রয় করা পাঁচটি রাফায়েল যুদ্ধবিমান হাতে পাওয়ার পর লাদাখের আকাশে মহড়াও দিয়েছে ভারত। এছাড়াও পূর্ব লাদাখের বিমানঘাঁটিতে মোতায়েন করা হয়েছে সুখোই ৩০ এমকেআই, জাগুয়ার এবং মিরাজ ২০০০ যুদ্ধবিমান।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন