ঢাকা | শুক্রবার
১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরলেন ট্রাম্প

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন দিন চিকিৎসা নেওয়ার পর হাসপাতাল ছেড়ে হোয়াইট হাউসে ফিরেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্সিয়াল হেলিকপ্টার মেরিন ওয়ানে চেপে হোয়াইট হাউসে ফেরার আগমুহূর্তে তিনি টুইটারে লিখেন, বেশ ভালো বোধ করছি।

টুইটারে ট্রাম্প আরও লিখেন, করোনাকে ভয় করবেন না, এটা যেন আপনার জীবনকে প্রভাবিত বা নিয়ন্ত্রণ না করতে পারে।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় স্যুট টাই ও মাস্ক পরিহিত অবস্থায় ওয়াশিংটন ডিসির উপশহরীয় ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টার ছাড়েন ট্রাম্প। এবং হোয়াইট হাউসের বারান্দায় ছবি তোলার জন্য মাস্ক খুলে ফেলেন তিনি। এ নিয়ে উঠেছে সমালোচনার ঝড়।

সিএনএন অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, দুই লাখ ১০ হাজার মৃত্যুর পরও বাজেভাবে নিজের অসুস্থতাকে অবহেলা করলেন ট্রাম্প।

বিবিসি জানিয়েছে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৭৪ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে প্রায় দুই লাখ ১০ হাজার মানুষের। দেশে এত মৃত্যুর মধ্যে নিজে আক্রান্ত হওয়ার পরও করোনা নিয়ে ট্রাম্পের উদাসীনতা বেশ পরিষ্কার।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন