করোনায় আক্রান্ত হয়ে দুদিন ধরে হাসপাতালে ভর্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে নির্বাচনকে সামনে রেখে হতাশার ছায়া নেমে এসেছে ট্রাম্পের রিপাবলিকান দলের নেতাকর্মীদের মধ্যে। এরই মধ্যে গতকাল রবিবার জাতীয় এক জরিপের ফলে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে রয়েছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম এনবিসি ও ওয়াল স্ট্রিট জার্নালের ভোটার জরিপে ৫৩ শতাংশ জনমত পেয়েছেন জো বাইডেন। আর অন্যদিকে ট্রাম্পের পক্ষে রয়েছে ৩৯ শতাংশ জনমত।
নির্বাচনী প্রচারের বিষয়ে গতকাল রবিবার ট্রাম্পের জ্যেষ্ঠ প্রচার উপদেষ্টা স্টিভ কর্টেস বলেন, আমাদের প্রচার খুবই ভালোমতো এগোচ্ছে। মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) আন্দোলন ট্রাম্পের চেয়েও গুরুত্বপূর্ণ। ট্রাম্প এ আন্দোলনের উপাদান মাত্র। ভাইস প্রেসিডেন্ট, হাজারো প্রচারকর্মী এবং কোটি কোটি আমেরিকান এর সঙ্গে যুক্ত। তবে হ্যাঁ, আমাদের মূল উপাদান (ট্রাম্প) আমাদের সঙ্গে দৌড়াতে পারছেন না। এ জন্য অন্য সবাই এগিয়ে যাচ্ছেন।
আনন্দবাজার/টি এস পি