ঢাকা | সোমবার
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টানা অষ্টম দিনের মতো আজারবাইজান-আর্মেনিয়ার সংঘাত অব্যাহত

টানা অষ্টম দিনের মতো নাগোরনো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার সংঘাত অব্যাহত আছে। আজ সোমবার বিচ্ছিন্ন ভূখণ্ড নাগোরনো-কারাবাখের জাতিগত আর্মেনীয় কর্মকর্তারা বলেছন, আজারবাইজানের সঙ্গে ভয়াবহ সংঘাতে আরও ২১ সেনা কর্মকর্তার নিহত হয়েছে।

এ সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মোট ২২৩ জন সেনা নিহত হয়েছে। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া নাগোরনো-কারাবাখ অঞ্চল সোমবার আবারও আজারি বোমা হামলার কবলে পড়েছে।

সেখানকার স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত পাল্টাপাল্টি হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আর্মেনিয়ার হামলায় সামরিক বাহিনীর কোনও সদস্য হতাহত হয়েছে কিনা তা এখনও প্রকাশ করেনি আজারবাইজান।

উল্লেখ্য, গেল ২৭ সেপ্টেম্বর বিবাদপূর্ণ নাগোরনো-কারাবাখের মালিকানা ঘিরে প্রতিবেশি দুই দেশে আজারবাইজান ও আর্মেনিয়ার সামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ১৯৯০ এর দশকের পর এই অঞ্চলে এত বড় সংঘাত আর কখনও দেখা যায়নি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন