সন্ত্রাসবাদবিরোধী লড়াই ছাড়াও বিশ্ব ব্যবস্থা নিশ্চিত করার জন্য সিরিয়াতে রাশিয়ার সামরিক উপস্থিতির গুরুত্ব রয়েছে বলে মন্তব্য করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
রবিবার রাশিয়ার একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ বলেন, সিরিয়ায় রাশিয়ার সামরিক উপস্থিতি বিশেষ করে রুশ সামরিক ঘাঁটিকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখা হচ্ছে। একটি হচ্ছে সন্ত্রাসবাদবিরোধী লড়াই যাকে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বলি। অন্য দৃষ্টিকোণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্বে রাশিয়ার ভূমিকা।
তিনি বলেন, আজকের দিনে আমরা আন্তর্জাতিক আইনের আওতায় নয়, বরং আন্তর্জাতিক জঙ্গলে বসবাস করি। গত ২৫ বছরের আন্তর্জাতিক আইনের শাসনের ঘাটতির কারণেই আজকের আন্তর্জাতিক বিশৃঙ্খলপূর্ণ অবস্থা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ভারসাম্য প্রতিষ্ঠা করতে হলে রাশিয়ার ভূমিকা অপরিহার্য। এই প্রয়োজন আন্তর্জাতিক সংস্থাগুলোতে, রাজনীতিতে এবং সামরিক ক্ষেত্রে।
আনন্দবাজার/এম.কে