ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সেপ্টেম্বরে ডিএসই’র রাজস্ব আদায় সাড়ে ২৭ কোটি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা। এর আগের মাস আগস্টে যার পরিমাণ ছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা। সে হিসেবে এক মাসের ব্যবধানে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ৮৭ লাখ টাকা বা ১২ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, ডিএসইতে কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ২২ কোটি ২৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে সেপ্টেম্বর মাসে। এছাড়া ৫ কোটি ২৩ লাখ টাকা আদায় হয়েছে উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে। সবমিলিয়ে সেপ্টেম্বর মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ২৭ কোটি ৪৯ লাখ টাকা।

এর আগের মাসে (আগস্টে) শেয়ার ও ইউনিট লেনদেন থেকে রাজস্ব আদায় হয়েছিল ১৮ কোটি ৬২ লাখ টাকা। এছাড়া উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আদায় হয়েছিল ৬ কোটি টাকা। সবমিলিয়ে আগস্ট মাসে মোট রাজস্ব আদায় হয়েছিল ২৪ কোটি ৬২ লাখ টাকা।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন