ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

থাইল্যান্ডের অর্থনীতি ১০.৪ শতাংশ হ্রাসের শঙ্কা

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে বৈশ্বিক লকডাউন এবং সীমান্ত বন্ধ করে দেয়ায় থমকে দাঁড়িয়েছে থাইল্যান্ডের ভ্রমণ, পর্যটন ও আকাশসেবা খাত। চলতি বছরে পর্যটননির্ভর এ দেশটি অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থনৈতিক চাকা সচল রাখতে শেষমেষ পর্যটক ও বিদেশীদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে থাইল্যান্ড। শুক্রবার এক ঘোষণায় এ তথ্য জানায় দক্ষিণ-পূর্ব এশীয় দেশটি। গত বছর যেখানে চার কোটি পর্যটক এসেছিল, এবার তার অর্ধেকও আসেনি।

চলতি সপ্তাহে প্রকাশিত বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়, চলতি বছরে দেশটির অর্থনীতি ১০ দশমিক ৪ শতাংশ সংকুচিত হতে পারে।

মহামারীতে কম ক্ষতিগ্রস্ত হওয়ায় পর্যটকদের কাছে নিরাপদ অবকাশ গন্তব্য হিসেবে উপস্থাপন করতে পারবে থাইল্যান্ড। কভিড-১৯-এ দেশটিতে মাত্র ৫৯ জন মারা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল তাদেরকেই থাইল্যান্ডে প্রবেশ করতে দেয়া হবে যাদের কভিড-১৯ এর ঝুঁকি কম। যারা আসবে তাদেরকে ১৪ দিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন