ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পৌর আড়তে দৈনিক ৬০ লাখ টাকার সবজি কেনাবেচা!

সিরাজগঞ্জের পৌর পাইকারি সবজির আড়তে প্রতিদিন সকালে সবজির পসরা সাজিয়ে বসেন পাইকারি ব্যবসায়ীরা। জেলার বিভিন্ন উপজেলা থেকে উৎপাদিত টাটকা সবজি এই আড়তে নিয়ে আসেন কৃষকেরা। এই আড়তে প্রতিদিন প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার সবজি কেনাবেচা হয়।

বন্যায় সবজি ক্ষেত নষ্ট হওয়ায় সব ধরনের সবজির দাম কেজিতে প্রতি ৫ থেকে ২৫ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানান আড়তদাররা।

আজ (০৪ অক্টোবর) রবিবার দেখা যায়, ভোর থেকেই বিভিন্ন এলাকার কৃষকরা ফরমালিন মুক্ত বিভিন্ন ধরনের টাটকা সবজি নিয়ে এই আড়তে আসতে শুরু করেন। আর এখান থেকে খুচরা বিক্রেতারা পাইকারি দামে সবজি কিনে নিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করে থাকেন।

বাজারে ফুলকপি ৮০ টাকা, পটল ৫০ টাকা, মুলা ৩০ টাকা কেজিতে পাইকারি বিক্রি হচ্ছে। এছাড়া মরিচ ১৬০ থেকে ১৭০ টাকা, আলু ৩৫ থেকে ৪০ টাকা, আদা ৭৫ থেকে ৯০ টাকা, বেগুন ৫০টাকা, কাঁচা পেঁপে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

আড়ত এর প্রতিটি দোকানে ফরমালিন মুক্ত তাজা সবজি বিক্রি করা হয় বলে দাবি আড়ত মালিক সমিতির।

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন