ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে ফ্যামিলি টেক্স (বিডি) লিমিটেড। শেয়ারটির সর্বোচ্চ দর ৪০ পয়সা বা ১০ শতাংশ হ্রাস পেয়েছে।
আজ (৪ অক্টোবর) রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩ টাকা ৬০ দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮১৯ বারে ৩৫ লাখ ৪৮ হাজার ৪৭৮টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড, প্রাইম ফাইন্যান্স, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক ও ফারইস্ট ফিন্যান্স লিমিটেড।
আনন্দবাজার/ইউএসএস