ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

রূপচর্চায় হলুদ ব্যবহারের উপকারিতা

প্রাচীনকাল থেকে রূপচর্চায় হলুদের ব্যবহার হয়ে আসছে, যা এখনও কমেনি। শুধু শরীরের জন্যই নয়, হলুদ ত্বকের জন্যও উপকারী।

চলুন জেনে নেই রূপচর্চায় হলুদের উপকারিতা :

ত্বক ভালো রাখে

হলুদে প্রাকৃতিক উপাদান কারকিউমিন রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভূমিকা রাখে। এটি সিরোসিস ও একজিমার কারণে হওয়া ত্বকের প্রদাহ কমাতে সহায়তা করে।

দ্রুত ক্ষত উপশম করে

হলুদ খুব দ্রুত ত্বকের জারণ ও মানসিক চাপের কারণে হওয়া মলিনভাব দূর করতে পারে। ক্ষতস্থানের ওপর শুধু হলুদ লাগিয়ে রাখলেও তা সারাতে সহায়তা করে।

বলিরেখা কমায়

বয়সের ছাপ কমাতে সাহায্য করে হলুদ। কারণ হলুদে রয়েছে কোষকলার মাত্রা বৃদ্ধি ও আর্দ্রতা রক্ষা করার ক্ষমতা। হলুদ খুব সহজে বলিরেখা ও ত্বকের ভাঁজ দূর করতে সাহায্য করে।

অতি বেগুনি রশ্মির কারণে হওয়া ক্ষয় থেকে রক্ষা করে

গবেষণায় দেখা গেছে, হলুদ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে রক্ষা করতে সাহয্য করে। কারণ হলুদে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। একারণে ত্বকে হলুদের পেস্ট ব্যবহার করা হলে ঠাণ্ডা ও আরাম অনুভূত হয়। আর রোদের কারণে হওয়া র‌্যাশ ও পোড়াভাব দূর হয়ে যায়।
ত্বক উজ্জ্বল ও মসৃণ রাখে

ত্বক বিষাক্ত উপাদানের কারণে মলিন ও অস্বস্তিকর হয়ে পড়ে। হলুদ ত্বককে পরিষোধিত করে। ফলে ত্বক হয়ে ওঠে উজ্জ্বল ও মসৃণ।

ব্রণ ও কালো দাগ কমায়

হলুদ ব্রণের বিরুদ্ধে কাজ করে জ্বলুনি কমায় বিশেষ করে যাদের ত্বক সংবেদনশীল তাদের ত্বকে হলুদ খুব ভালো কাজ করে। হলুদে থাকা কারকিউমিন এমন এক ধরনের এঞ্জাইম যা রোদ ও ‘হাইপার পিগমেন্টেইশন’য়ের কারণে হওয়া কালো দাগ ও পোড়াভাব কমাতে কার্যকর।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন