ঢাকা | বুধবার
১৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মীরাক্কেলের দশম আসরে থাকছেনা বাংলাদেশের কেউ

ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মীরাক্কেল’-এর দশম আসর শুরু হচ্ছে ১১ অক্টোবর থেকে। নতুন বিচারক নিয়ে ইতোমধ্যে শুটিং শুরু হয়েছে অনুষ্ঠানটির। প্রতিটা আসরে বাংলাদেশ থেকে প্রতিযোগী অংশ নেওয়ায় বাংলাদেশেও বেশ জনপ্রিয় ‘মীরাক্কেল’।

কিন্তু ‘মীরাক্কেল’-এর দশম আসরে বাংলাদেশ পর্বের প্রাথমিক অডিশনে ১২ জন প্রতিযোগী নির্বাচিত হলেও তাঁরা অনুষ্ঠানটিতে অংশ নিতে পারছেন না বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন মীরাক্কেলের নবম আসরের রানারআপ ও দশম আসরের বাংলাদেশ পর্বের প্রাথমিক অডিশনের বিচারক কমর উদ্দিন আরমান।

কমর উদ্দিন আরমান বলেন, ‘এবার প্রাথমিক অডিশনে বাংলাদেশ থেকে ১২ প্রতিযোগী নির্বাচিত হয়েছিলেন। কলকাতায় গিয়ে পরের ধাপে টিকে ছিলেন পাঁচ থেকে ছয়জনের মতো, যাঁদের অংশ নেওয়ার কথা ছিল এবারের আসরে। তবে কলকাতা থেকে দেশে ফেরার পর তাঁরা আর অংশ নিতে পারছেন না। তাই করোনার কারণে এবার কোনো বাংলাদেশি ছাড়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে মীরাক্কেল।’

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন